Tuesday, December 5, 2023
Home > আঞ্চলিক সংবাদ > সদর যুবলীগের সভাপতি আলী আজমের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ

সদর যুবলীগের সভাপতি আলী আজমের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ

এপিপি বাংলা : বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলা কারনে নিম্ন আয়ের কর্মহীন হয়ে ঘরে থাকা মানুষদের খাদ্যসংকটের ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর – বিজয়নগর) আসনের পর পর তিন বার নির্বাচিত সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ব্যক্তিগত উদ্যোগে নাটাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গত বৃহঃবার থেকে প্রতিদিন  প্রায় ৫০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দিয়েছে।

এই ভিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুব হোসেন।এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

ত্রান বিতরণ কালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আলী আজম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের মহানায়ক, ব্রাহ্মণবাড়িয়ার গরীব ও দুঃখী মানুষের আপনজন,আমাদের প্রিয় নেতা ,আমাদের প্রিয় অভিভাবক জননেতা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি” মহোদয়ের পক্ষ থেকে” করোনা ভাইরাসে লগডাউনের কারণে দেশের এই ক্রান্তিলগ্নে আমার নিজ এলাকা নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫০০ পরিবারের খেটে খাওয়া অসহায় কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। তাই আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।
আল্লাহপাক প্রিয় নেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়কে নেক হায়াত দান করুক, যেনো আমার প্রিয় নেতা এমনি ধারায় গরীব ও অসহায়দের পাশে থেকে জনগণের সেবা করতে পারে,আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *