বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় দেশের এসব কৃতি সন্তানদের চেয়ারে বসিয়ে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা চত্বরে ৪১ জন মুক্তিযোদ্ধার হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, তেল, লবণ ও সাবান।
খাদ্য সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তারা মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা।