আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥দেশব্যাপী করোনা সংকট মোকাবেলায় ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন বিষয় নিয়ে নাসিরনগরে সাংবাদিকদের সাথে সচেতনামূলক মতবিনিময় করলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। আজ বুধবার দুপুরে নাসিরনগর প্রেসক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিএম ফরহাদ হোসেন সংগ্রাম করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হতে স্থানীয় জনসাধারণকে সর্তক হওয়ার আহবান জানান। কর্মহীন, গরীব, দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষ ত্রাণ সামগ্রী সঠিকভাবে পাচ্ছেন কিনা অথবা কেউ বাদ পড়ছেন কিনা তা নজরদারি করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তারা তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছেন। তিনিও তাদের সাথে যোগাযোগ রাখছেন। কোন সমস্যার সম্মুখীন হলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন সাংসদ। প্রযোজনে সরাসরি তার সাথে যোগাযোগ করার কথা বলেন তিনি।
ফরহাদ হোসেন বলেন, কৃষকরা হলো দেশের প্রাণ। তাই করোনা সংকট মোকাবেলায় শ্রমিক সংকটে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কৃষকদের পাশে দাড়াঁনোর আহবান জানান তিনি।
এসময় নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।