বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় আজ বুধবার সারা দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হায়াত-উদ-দৌলা খাঁন।
এসময় সে ইছাপুরা ইউনিয়নের খাদুড়াইল গ্রামে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার সরেজমিন পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে কথা বলে তাদের খুঁজখবর নেন।
পরে বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সরেজমিনে পরিদর্শন করেন।প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা লোকজনের খুঁজখবর নেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন বিষয় কতৃপক্ষের সাথে আলোচনা করেন।
এসময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন সাথে উপস্থিত আছেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।