বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আজ নতুন করে ডাক্তার, অ্যাম্বুলেন্স ড্রাইভার সহ মোট ৭ জন করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে।
জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দুইজন ডাক্তার, একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ও আরো ২ জন স্টাফ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স এর ৫ জন ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ২ জন সহ মোট ৭ জন করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাাফুল আলম জানান, আমাদের দুইজন ডাক্তার ডাঃ সমরিতা চক্রবর্তী ও ডাঃ রেদুয়ার উল্লাহ ,একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, একজন স্যানিটারি কর্মকতা একজন টিএস ও ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা উপজেলার সাতর্বগের একজন ও ঢাকার একজন মোট ৭ জনের করোনা ভাইরাস রিপোর্ট পজেটিভ এসেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত ২ জন ডাক্তারসহ মোট ৭ জন করোনা ভাইরাস আক্রান্ত পজিটিভ রিপোর্ট এর খবর নিশ্চিত করেছেন।