Saturday, December 2, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বিজয়নগরের উপজেলা চেয়ারম্যান উপজেলাবাসীর প্রতি রমজানের আহবান

বিজয়নগরের উপজেলা চেয়ারম্যান উপজেলাবাসীর প্রতি রমজানের আহবান

বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান উপজেলাবাসীকে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যম রমজানের বিভিন্ন আহবান ও করণীয় জানিয়ে একটি খোলা চিঠি পাঠিয়েছে।

বিজয়নগর উপজেলাবাসীর জন্য তার খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হল।

প্রিয় বিজয়নগর উপজেলাবাসী,
আস্সালামুঅালাইকুম।

পবিত্র মাহে রমজান মাস সমগ্র মুসলমানদের আত্মশুদ্ধি ও ইবাদতের মাস।আপনারা (মুসলিমরা) প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি নির্দেশ মোতাবেক পবিত্র রমজান মাসের তারাবীহ্ নামাজ আদায় করবেন, রমজানের পবিত্রতা রক্ষা করে চলবেন, প্রতিটি রোজা রাখবেন। অন্যান্য ধর্মের অনুসারীরা ধর্মীয় সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখবেন। এবং এই পবিত্র রমজান মাসে বাংলাদেশ সহ সমগ্রবিশ্বের মানুষের শান্তি ও কল্যাণের জন্য আপনাদেরকে মহান আল্লাহর নিকট দোয়া করার আহ্বান জানাচ্ছি ।
মহান আল্লাহ পাকের নিকট আমি প্রার্থনা করি,আমরা সবাই মিলে পবিত্র রমজান মাসের ইবাদত যথাযথভাবে পালন করতে পারি ও করোনা ভাইরাস মহামারি থেকে আল্লাহপাক যাতে দ্রুত হেফাজত করেন এবং পুনরায় যাতে ফিরে আসে নিরাপদ ও শান্তিময় পৃথিবী ।

সবাইকে পবিত্র মাহে রমজান মোবারকের শুভেচ্ছা ও অভিনন্দন।

নাছিমা লুৎফর রহমান।
চেয়ারম্যান, বিজয়নগর উপজেলা পরিষদ,ব্রাহ্মণবাড়িয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *