বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, চান্দুরা ইউনিয়ন পরিষদের ৫ বারের সাবেক সফল চেয়ারম্যান, সরকারি তিতুমীর কলেজের সাবেক ভিপি,বীর মুক্তিযোদ্ধা- মোঃ কুতুব উদ্দিন চৌধুরী (সেলিম চৌধুরী) ঢাকার একটি হাসপাতালে গতকাল রাত সারে ১০ টায় চিকিৎসারত অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
সেলিম চৌধুরী মৃত্যুতে বিজয়নগর উপজেলার পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান ওনার জীবনের বিভিন্ন দিক আলোচনা করে, বিজয়নগরের মানুষদের জন্য হৃদয়ের টানের কথা জানিয়ে উপজেলা চেয়ারম্যান বলেন সে তার জন্মস্থানের টানে ছাত্রজীবনেই জাতিয় নেতা পরিণত হয়ে ঢাকায় জাতিয় পর্যায়ে পরে না থেকে আবার ফিরে এসেছিলেন জন্মস্থান চান্দুরা ততা তিতাস পূর্বাঞ্চলের মানুষের কাছে।বিজয়নগরবাসী আজ একজন অভিভাবক হারিয়েছে।এই শূন্যস্থান পুরণ হবার নয়।
সেলিম চৌধুরী মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করছেন।