বিজয়নগর প্রতিনিধি : করোনা ভাইরাাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়ও অঘোষিত লকডাউন চলছে। ফলে এখানে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
রবিবার (২৬ এপ্রিল) বৃষ্টি উপেক্ষা করে বিজয়নগর উপজেলা ভবনের বারিন্দায় কর্মহীন ৩০ টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব মেনে ১০ কেজি করে চাল ও অন্য অন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউএনও।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান,উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক, নির্বাহী অফিসারের সিএ কামরুল ইসলাম প্রমুখ।