Tuesday, December 5, 2023
Home > রাজনীতি > দোকান কর্মচারীদের অর্থিক প্রণোদনার প্রয়োজন: স.উ.ম আবদুস সামাদ

দোকান কর্মচারীদের অর্থিক প্রণোদনার প্রয়োজন: স.উ.ম আবদুস সামাদ

মুহাম্মদ রফিকুল ইসলামঃ- প্রাণঘাতী মহামারী অদৃশ্য করোনা ভাইরাসের ছোলবে জীবন বাঁচাতে বিশ্বব্যাপী যখন চলছে অঘোষিত জীবনযুদ্ধ। তখন খেটে খাওয়া মানুষ গুলোর আয়ের উৎস শপিংমল সহ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও যানচলাচল গুলো বন্ধ রয়েছে। যার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো পড়েছে ভিষণ বিপাকে। এই প্রাণঘাতী মহামারী থেকে দেশের সর্বসাধারণ কে নিরাপদে রাখতে সরকারের নির্দেশে দেশের লক্ষ লক্ষ দোকান ও বাস, ট্রাক, লঞ্চ সহ ট্রেন যানচলাচলও বন্ধ রয়েছে। যেখানে দেশের অসংখ্য কর্মচারীরা রাতদিন কাজ করত। করেনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারের নিষেধাজ্ঞায় এক মাসেরও বেশী সময় ধরে দেশে অঘোষিত লকডাউন চলায়, দেশের লক্ষ লক্ষ দোকান ও বাস, ট্রাক, লঞ্চ সহ ট্রেন যানচলাচলও বন্ধ। খেটে খাওয়া মানুষ গুলো আয়ের উৎস বন্ধ থাকায় দোকান কর্মচারী সহ নিন্মবিত্তের সকল শ্রমিকরা আজ কোথাও কোন কাজ করতে পারছেনা। ঘরে বসে বেকার সময় কাটাচ্ছে। এরা সম্মানের জন্য না পারছে ত্রাণের লাইনে দাড়াতে না পারছে অন্যকোন কিছু করতে।

দোকান কর্মচারী সহ নিন্মবিত্ত সকল শ্রমিকদের অর্থিক প্রণোদনার দাবি জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম-মহাসচিব জননেতা আলহাজ্ব স.উ.ম আবদুস সামাদ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, চলছে পবিত্র রমজান মাস। আর এই রমজান মাস কে কেন্দ্র করে প্রত্যেকটা দোকানের নিয়মিত কর্মচারীর বাইরে আরও কিছু অতিরিক্ত কর্মচারী বিশাল একটি সহযোগিতা পেত। একদের এক মাস কাজ করার মধ্যদিয়ে মালিক পক্ষ সহ কর্মচারী ও শ্রমিকরা বেশ একটা উৎসাহ বান্ধব আর্থিক সহায়তা পেত। এই নিয়মিত কর্মচারী ও শ্রমিকরা এবং অস্থায়ী কর্মচারী ও শ্রমিকরা করোনার ভাইরাসের কারণে আজকে সবাই ঘরবন্দী হয়ে আর্থিক ভাবে অসচ্ছল হয়ে পড়েছে। রমজান মাসে কর্মচারী ও শ্রমিকরা কর্মহীন হওয়ায় অর্থ অভাবে খুব অসহায় ভাবে দিনাতিপাত করছে।

আমরা বিশ্বাস করি সরকার এ সমস্ত দোকান কর্মচারী সহ সকল শ্রমিকদের এবং অস্থায়ী কিংবা স্থায়ী সকল কর্মচারী ও শ্রমিকদের কে একটি আর্থিক প্রণোদনা দিতে না পারে এ অসহায় পরিবার গুলো রমজাম মাসে অনাহারে অর্থা অভাবে দিনাতিপাত করতে হবে। তিনি আরও বলেন, দোকান মালিক সমিতি ও দোকান কর্মচারী সহ শ্রমিক সমিতির উভয়ের সমন্বয়ের মাধ্যমে দোকান কর্মচারী ও শ্রমিকদের জন্য একটা আর্থিক সহযোগিতা যাতে করা যায় মালিক ও সরকারের পক্ষ থেকে উভয়ে সমন্বয় করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বানিজ্য মন্ত্রনালয়ের মাধ্যমে আমরা সরকারের কাছে জোর দাবি জানিচ্ছি। অন্যথায় এ খেটে খাওয়া কর্মচারী ও শ্রমিকদের অর্থা অভাবে তাদের পরিবারে যে দুর্ভিক্ষ দেখা দিবে এ দুর্ভিক্ষ কাটিয়ে ওঠতে তাদের যেমন কষ্ট সরকারেরও ঠিক তেমনি বহির্বিশ্বের জবাবদিহিতা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *