ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুল হক জালাল এর ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের ব্যানারে আজ মঙ্গলবার বিকালে নিজের বাসায় রান্না করা বিরিয়ানি, খেজুর, পানি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন জায়গা ভ্যানগাড়ি নিয়ে ঘুরে ঘুরে অভুক্ত, ভবঘুরে, নিম্ন আয়ের ভাসমান লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
জাতিয়তাবাদী যুবদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুল হক জালাল জানান,পবিত্র রমজান মাসে রোজাদারদের ইফতার করানো একজন মুসলমান হিসেবে সামর্থ্যবানদের দায়িত্ব ও নেক এর কাজ।এই বছর রমজানে বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলা সবাই কর্মহীন হয়ে বাসায় থাকায় নিম্ন আয়ের মানুষ আজ প্রায় অসহায়।ভাল ভাবে সেহেরি করতে পারে না।ভাল কিছু ইফতারও করতে পারে না।তাই তাদের কথা চিন্তা করে এবং বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির অর্থ বিষয় সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) মাটি ও মানুষের নেতা ইনজিঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে এমন পরিস্থিতিতে যার যার সামর্থ্যানুযায়ী মানুষের পাশে দাঁড়ানো জন্য।তাই আজ আমার ব্যক্তি উদ্যোগে আজ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেড্ডা, পীরবাড়ি,টেংকেরপাড় এলাকার ১৫০ ব্যক্তিকে আমার বাসায় তৈরি বিরিয়ানি, খেজুর, পানির বোতল দিয়ে ইফতার করানোর চেষ্টা করেছি।