Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ-কে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিল এনআরবি কমার্শিয়াল ব্যাংক লি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ-কে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিল এনআরবি কমার্শিয়াল ব্যাংক লি:

 

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সেবায় নিয়োজিত ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুরক্ষায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লি: এর পক্ষ থেকে পিপিই দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সদস্যদের জন্য পিপিই দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ২টায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লি: এর সম্মানিত চেয়ারম্যান এস. এম. পারভেজ তমাল এর পক্ষ থেকে ভৈরব বাজার শাখা’র ব্যবস্থাপক মোঃ ইলিয়াস উদ্দিন এর নির্দেশনায় ব্যাংক’টির ব্রাহ্মণবাড়িয়া উপ-শাখা’র কর্মকর্তা আমজাদ হোসেন রুবেল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর নিকট ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংক’টির ব্রাহ্মণবাড়িয়া উপ-শাখা’র কর্মকর্তা রাহুল কর্মকার ও মোশাহিদ আলী মিশন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, দেশের এই (কোভিড-১৯) পরিস্থিতিতে অাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়ে পাশে থাকার জন্য এনআরবি কমার্শিয়াল ব্যাংক লি: কতৃপক্ষ-কে ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *