বিজয়নগর প্রতিনিধি : বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক শ্রীপুর এলাকার সন্তান লুৎফর রহমান এর প্রতিষ্ঠিত লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৈশ্বিক করোনা ভাইরাস সংকট মোকাবেলায় অষ্টম ধাপে বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের অসহায় দরিদ্র ও দুঃস্হ মানুষের মাঝে মানবিক সাহায্য হিসেবে খাদ্যদ্রব্য বিতরণ করছেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিষদের সম্মানীয় চেয়ারম্যান – জনাব নাছিমা লুৎফর রহমান।
ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান – জনাব নাছিমা লুৎফর রহমান বলেন, আমার স্বামী লুুুৎফর রহমান সাহেব কুয়েতে রয়েছে ফ্লাইট জটিলতা বিজয়নগর মানুষের পাশে স্বশরীরে থাকতে পারছে না।বিজয়নগরবাসীর সব সময় খুঁজখবর রাখছেে। এবং ওনার নামে লুুুৎফর রহমান ফাউন্ডেশন থেকে মানুষের পাশে থাকার নির্দেশ প্রদান করেন।এরেই ধারাবাহিতায় আজ ৮ম দিনের মত আজ চর ইসলামপুর ইউনিয়নের আজ ত্রাণ বিতরণ করছি।আমরা উপজেলাবাসী পাশে ছিলাম,আছি,থাকব ইনশাআল্লাহ।
৮ম দিনের মত লুৎফর রহমান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান
