বিজয়নগর প্রতিনিধি : খাটিংগা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিজয়নগর উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্টানকে চূড়ান্ত এমপিওভূক্তির তালিকায় অন্তর্ভুক্ত করণ করেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহঃবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এমপিওভূক্তির তালিকা প্রকাশ করেন। আরেকটি হল ইসলামপুর আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন দাখিল মাদরাসা। এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্তির তালিকায় ও এক্তারপুর আর্দশ উচ্চ বিদ্যালয়, পাঁচগাও আর্দশ উচ্চ বিদ্যালয়,চাউড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে এমপিওভূক্তি করণ করেন।
বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও খাটিংগা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহমুদুর রহমান মান্না বলেন,ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা, বর্তমান শিক্ষা বান্ধব সরকারের শিক্ষা বান্ধব নেতৃত্ব প্রিয়নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও তিতাসপাড়ের রোকেয়া খ্যাত আলোকিত শিক্ষাবিদ, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) অব:, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ট্রেজারার মননশীল শিক্ষাবিদ প্রফেসর ফাহিমা খাতুন মহোদ্বয়গনের অক্লান্ত প্রচেষ্টায় বিজয়নগর উপজেলার ” খাটিংগা বালিকা উচ্চ বিদ্যালয়” সহ উপজেলার ২ টি শিক্ষা প্রতিষ্টানকে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্তির তালিকায় অন্তর্ভূক্ত করায় ও ৩ টিকে মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেন।বিজয়নগর উপজেলাবাসীর পক্ষে থেকে প্রিয় নেতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।