বিজয়নগর প্রতিনিধি : বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলা সবাই ঘরে থাকার কারনে অর্থ সংখটে থাকা নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত সহযোগিতা দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে আজ বৃহঃবার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নে ৩৩ জনের মাঝে নগদ দশ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এই নগদ টাকা বিতরণ করেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ সেচ্ছাসেবকলীগের আহবায়ক ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল। সাথে উপস্থিত ছিল উক্ত ইউনিয়নের ট্যাক অফিসার মোঃ আমানুল্লাহ
বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ সেচ্ছাসেবকলীগের আহবায়ক ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ দুযোর্গে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এবং মাননীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের দিকনিদের্শক্রমে ৩২ জনকে ৩০০ টাকা এবং ১ জন কে ৪০০ টাকা মোট দশ হাজার টাকা দুস্থ্য ,শ্রমজীবি, হঠাৎ কর্মহীন হয়ে পড়া, ভবুঘুরে, ভিক্ষুক পরিবারের মাঝে বিতরণ করলাম।