Tuesday, December 5, 2023
Home > আঞ্চলিক সংবাদ > সরাইল উপজেলায় “খান ফাউন্ডেশন” কর্তৃক খাদ্য সামগ্রী ও বিকাশে অর্থ প্রেরন

সরাইল উপজেলায় “খান ফাউন্ডেশন” কর্তৃক খাদ্য সামগ্রী ও বিকাশে অর্থ প্রেরন

মোঃ শামসুদ্দিন জুয়েল : আজ সকালে সরাইল উপজেলার সূর্যকান্দি গ্রামের খান বাড়িতে রানু মহলে ৫ম ধাপে এসে “খান ফাউন্ডেশন” কর্তৃক ২৫ টি কর্মহীন মধ্যবিত্ত ও ১০ টি পরিবারকে বিকাশে অর্থ দেওয়া হয়।

সরাইলের সাবেক ফুটবল খেলোয়াড়, বর্তমান ব্যাংকার “খান ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান কর্মহীনদের মাঝে আজ ৫ম ধাপে এসব মানবিক সহায়তা প্রদান করেন।

“খান ফাউন্ডেশন” টি পরিচালকদের নিজস্ব অর্থায়নে চলে। ২০১৭ সালে এর যাত্রা শুরু হয়। এখন বর্তামান সদস্য সংখ্যা সাত জন। এটি একটি পারিবারিক সংগঠন। “খান ফাউন্ডেশন” প্রতি ঈদ উল ফিতরে খাবার ও ঈদ উল আযহায় কাপড় বিতরন, গরীব ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন, গরীব অসহায়দের চিকিৎসার ব্যবস্থা, ইসলামিক কাজে দান করে থাকেন। করোনা সংকটে “খান ফাউন্ডেশন” এর সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম চলতে থাকবে বলে জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা মোঃ ইসমাইল খান।
তিনি আরো বলেন নিম্ন মধ্যবিত্ত কর্মহীন যারা হাত পেতে সাহায্য নিতে পারে না এমন পরিবারকেই আমরা সহায়তা প্রদান করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।

করোনা সহায়তায় খান ফাউন্ডেশন শুরু থেকেই ১ম ধাপে ৭০ml এর ২০০ পিস হ্যান্ড স্যানিটাইজার, ২য় ধাপে ৩০০ মাস্ক রিক্সাওয়ালা ও রাস্তায় পড়ে থাকা পথশিশুদের মাঝে বিতরণ করা হয়। ৩য় ধাপে ঢাকার মিরপুরে ৫০টি রিক্সাওয়ালা কর্মহীন পরিবারকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী দেয়া হয়। এরপর ৪র্থ ধাপে ৫০ টি হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্কুল পড়ুয়া শিশু ছাত্র-ছাত্রীর মাঝে ৩২ টি খাতা ঐ এলাকার সূর্যকান্দি, কালিকচ্ছ গ্রাম ও সরাইল সদরে বিতরণ করা হয়।

“খান ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান সমাজের সকল সামর্থ্যবান ব্যাক্তিদের প্রতি আহব্বান জানিয়ে বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী এই সংকটময় মূর্হতে কর্মহীন পরিবারের পাশে এগিয়ে আসুন। পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে খান ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা সারা আনাম, উপদেষ্টা সুলতানা পারভীন লাভলী, মোঃ ইসমাইল খান, সোহান মাহমুদ, কোঅর্ডিনেটর রাজেস পোদ্ধার, ডাঃ আয়েশা রাইসুল সহ যারা মধ্যভিত্ত পরিবারের কাছে গিয়ে কষ্ট করে খাদ্যসামগ্রী পৌঁচে দিয়েছেন তাদের সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *