বিজয়নগর প্রতিনিধি : বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ লুৎফর রহমান এর প্রতিষ্ঠিত লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেদে পল্লীতে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় মানবিক সাহায্য হিসেবে দরিদ্র বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন এবং তাঁদের সম্পর্কে সরেজমিনে খোঁজ-খবর নেন ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান – নাছিমা লুৎফর রহমান।
লুৎফর রহমান ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান – নাছিমা লুৎফর রহমান বলেন বেদে পল্লির মানুষজন যদিও ভাসমান, বিজয়নগরের নাগরিক না কিন্তু তারাও মানুষ।তাদের পরিবার আছে ছেলে মেয়ে আছে।বর্তমান করোনা ভাইরাস মোকাবিলা তারা কর্মহীন হয়ে আজ অসহায় মানবতর জীবনযাপন করছে।তাই মানবিক সহযোগিতা জন্য আমার স্বামীর নামে প্রতিষ্ঠিত লুৎফর রহমান ফাউন্ডেশন পক্ষ থেকে তাদের জন্য খাদ্যসামগ্রী পৌছে দিয়েছি।তাদের সার্বিক খুঁজখবর নিলাম। প্রয়োজনে যা সহযোগিতার প্রয়োজন তা সব করার আশ্বাস দিলাম।