বিজয়নগর প্রতিনিধি : বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় সংসদের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর ও বিজয়নগর) সংসদীয় আসনের বিএনপির নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় ও বিজয়নগর উপজেলার সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাদের সহযোগিতায় ১৫০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেয় বিজয়নগর উপজেলা ছাত্রদল।
উক্ত কাজে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য বিজয়নগর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।