বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগরের উপজেলার “ইউনিয়ন ভুমি অফিস বুধন্তী’র” ভবনের আঙ্গিনা ও আশােপাশের খালি জায়গায় বিভিন্ন ফুল,ফল ও সবজির গাছ রোপন করেছেন ইউনিয়ন ভুমি অফিস বুধন্তীতে কর্মরত কর্মকতা ও কর্মচারী।
অফিসের সকলে মিলে আজ শনিবার সকালে অফিসের নতুন ভবনের আঙ্গিনা ও চারপাশে নারিকেল গাছের চারা ৪ টা, পেঁপেঁ গাছের চারা ২০ টা,লেবু গাছের চারা ৪ টা,গোলাপ ফুলের চারা ২টা, বেগুন গাছের চারা ৬০ টা, পাম গাছের চারা ২ টা রোপন করেন।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো:আবুল কাশেম বলেন, আমরা ইউনিয়ন ভুমি অফিস বুধন্তী নতুন ভবনের চার পাশে পরে থাকা খালি জায়গা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণাকৃত সুযোগ্য জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের নির্দেশে। সহকারী কমিশনার (ভূমি) বিজয়নগর স্যারের আদেশ মোতাবেক অফিস প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলের গাছ,শাকসবজি রোপন,ফুলের গাছ রোপন করা হয়।এসময় আমার সাথে আরো উপস্থিত ছিল অফিস সহায়ক নারায়ন চন্দ্র ও ইলিয়াছুর রহমান।