Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মুহাম্মদ রফিকুল ইসলামঃ– প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস জনিত কারণে বর্তমান সময়ে কর্মহীন হয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ০৫ নং ওয়ার্ডে যারা অসহায় ভাবে দিনাতিপাত করছে তাদের অসহায়ত্ব কে কিছুটা লাগব করতে আজ ০২ মে শনিরাব বিকাল ০৪ ঘটিকায় মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে মধ্যপাড়া বড়ার বাজার বাদ্রার্স ইউনিয়ন ক্লাব চত্তরে শতাধিক কর্মহীন নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাংগঠণিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, জেলা বি এম এ এর সভাপতি ডা. আবু সাইদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক চৌধুরী, জেলা যুব লীগের যুগ্ম সম্পাদক মনিরুল হোসেন রুবেল, যুব সমাজের পক্ষে উপস্থিত ছিলেন, এহতেশাম চৌধুরী জনি, এড. এ এইচ শুয়েব, গৌতম পাল, কে এম নাসিম আহমেদ, রুবেল মিয়া, অশেষ রায়, নিতাই দেবনাথ, বিপ্লব মিয়া, শাকিল মিয়া, নাসির মিয়া , ফরহাদ মিয়া , শাহিন শাহ সহ প্রমুখ।

ইফতার সামগ্রী বিতরণকালে মধ্যোড়া যুব সমাজের পক্ষ থেকে এহতেশাম চৌধুরী জনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ রোধে সরকারের নিষেধাজ্ঞায় দেশব্যাপী লকডাউন চলছে। যার ফলে খেটে খাওয়া মানুষ গুলোর সকল প্রকার আয়ের উৎস বন্ধ। বর্তমান পরিস্থিতিতে এই খেটে খাওয়া মানুষ গুলো চরম দুঃসময়ে দিনাতিপাত করছে। তাদের এ অসহায়ত্ব কে কিছুটা লাগব করতে আমরা যুব সমাজ এই ক্ষুদ্র উদ্যোগটি গ্রহণ করেছি। এ সময় তাদের এ কার্যক্রম আরও কিছুদিন চলবে বলেও জানান। তাদের এ কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে এহতেশাম চৌধুরী জনি বলেন, আমাদের বন্ধু মহলের এ উদ্যোগে আজ যারা সার্বিক সহযোগিতা করেছেন ভবিষ্যতেও আপনাদের এ সহযোগিতা অব্যাহত রাখবেন এই আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *