Friday, December 1, 2023
Home > আঞ্চলিক সংবাদ > ২ এমপি, ডিসি, পুলিশ সুপার কোয়ারেন্টাইনে

২ এমপি, ডিসি, পুলিশ সুপার কোয়ারেন্টাইনে

 

নওগাঁ প্রতিনিধি : আওয়ামী লীগের সংসদ সদস্য নওগাঁ- ২ আসনের শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সংসদ সদস্য ইসরাফিল আলম (নওগাঁ-৬ আসন) এবং সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার (নওগাঁ-৩ আসন) কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান ও সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামানকেও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ কোভিড-১৯ আক্রান্ত সংসদ সদস্যের নির্বাচনী এলাকা পত্নীতলা-ধামইরহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ অনান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দকে কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ করেছে।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, ২৭ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন। ওই ভিডিও কনফারেন্সে থাকা জেলার দুই সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন কোয়ারেন্টাইনে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *