ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন জায়গা রাত কাটানো ভবঘুরে ভাসমান মানুষের পাশে গভীর রাতে নিজের তৈরি সেহেরির খাবার নিয়ে জাতিয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফুজায়েল চৌধুরী। সে তার সহকর্মীদের নিয়ে সন্ধ্যার পরে নিজের অর্থায়নে ও ব্যবস্থাপনায় খাবার রানা করে রাত ১ টার পর থেকে সেহিরর জন্য এই খাবার বিতরণ করেন।
জাতিয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফুজায়েল চৌধুরী বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় মানবিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে রাস্তার পাশে অসহায় দরিদ্র ঘর বাড়ী ছাড়া ঘুমিয়ে থাকা মানুষের মাঝে রাত ২টার সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পবিত্র মাহে রমজানের (সেহরির) খাবার উপহার দেওয়া হয়েছে। আমরা চাই ভালো থাকুক সমাজের সকল অসহায় মানুষগুলো।