মুহাম্মদ রফিকুল ইসলামঃ– মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে অসহায় মানুষের পাশে দাড়াতে ও অসহায় মানুষের সংকট দুর করতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক লায়ন ফিরোজুর রহমান ওলিও তার নিজস্ব অর্থায়নে বিশাল সহযোগিতার উদ্যোগ গ্রাহণ করেছেন। তার এ সহযোগিতার আওতায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌরসভা সহ প্রতিটি ইউনিয়নের ৩০ হাজারেও অধিক অসহায় মানুষ। তিনি তার এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম আজ ০৪ মে সোমবার সদর উপজেলার নাটাই দক্ষিণ ও সাদেকপুর ইউনিয়নের ১৫ টি ওয়ার্ডের অসহায় দুস্ত মানুষের মাঝে বিতরণের মাধ্যমে শুরু করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও নাটাই দক্ষিণ ও সাদেকপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রামণ রোধে দেশের মানুষ যখন কর্মহীন হয়ে অসহায় ভাবে জীবনযাপন করছে তখন দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে মানুষের অসহায়ত্বকে দূর করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব তহবিল থেকে দেশব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ করছেন। নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে দেশব্যাপী ডিলার নিয়োগ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার এ সহায়তার পাশাপাশি দলের সকল নেতাকর্মী সহ বিত্তশালীদের অসহায় মানুষ গুলোর পাশে দাড়াতে নির্দেশও দিয়েছেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটকালীন সময়ে পরিস্থিতি মোকাবেলায় গভীর আন্তরিকভাবে কাজ করছেন। দেশের মানুষ কেউ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায় সে ব্যাপারে সরকারী বেসরকারী ভাবে তিনি দেশব্যাপী ব্যাপক কার্যক্রম চালাছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, মানুষের বিপদেই মানুষ এগিয়ে আসা প্রয়োজন। সদর উপজেলায় কেউ যেন খাদ্যের অভাবে কষ্টে না থাকে আমি, আমার ব্যক্তিগত তরফ থেকে সেব্যাপারে চেষ্টা করছি। উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে এ খাদ্য বিতরণ কার্যক্রম চলবে। তিনি সমাজের সামর্থবানদের এই সংকটকালীন সময়ে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি বিনীত আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আল আমিন, ইউপি সদস্য আলহাজ্ব আবুল খায়ের জসীম উদ্দিন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ত্রাণসামগ্রী বিতরণকালে সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান এলাকাবাসীকে করোনা সংকট মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে চলারও আহবান জানান।