বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার ভিটিদাউদপুর শাহী ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা ইউএনও’র পক্ষে ইউএনও অফিসের সিএ কামরুল ইসলাম।
এসময় কামরুল ইসলাম বলেন, ইউএনও মেহের নিগার ও ডিসি স্যারের নির্দেশে করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে যে সকল মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন কিন্তু উপজেলায় এসে লাইনে দাঁড়িয়ে সহায়তা গ্রহণে সংকোচ বোধ করে তাদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের নিজ গ্রাম ভিটিদাউদপুরে গিয়ে প্রতিবন্ধী পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার বিজয়নগর প্রতিনিধি মাইনুদ্দীন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসাইন, ব্যবসায়ী জহিরুল হক, ইয়াকুব মিয়া, হোসাইন দস্তগীর কৃষকলীগ নেতা খলিল মিয়া প্রমুখ।
খাদ্যসামগ্রী পেয়ে প্রতিবন্ধীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।