Wednesday, November 29, 2023
Home > আন্তর্জাতিক > বিশ্বে করোনায় আক্রান্ত ৪০ লাখ ছাড়ালো, মৃত্যু ২ লাখ ৭৬ হাজার

বিশ্বে করোনায় আক্রান্ত ৪০ লাখ ছাড়ালো, মৃত্যু ২ লাখ ৭৬ হাজার

এপিপি বাংলা: বিশ্বে করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়েছে। যাদের মধ্যে শনিবার (৯ মে) সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৩৫ জনের।

এ পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ৪১৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৩ লাখ ৫২ হাজার ২৪৯ জনের মধ্যে ২২ লাখ ৩ হাজার ৫৫০ জন স্থির অবস্থায় রয়েছেন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।

এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৮ হাজার ৬৯৯ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ রোগকে কোভিড-১৯ নামকরণ করে গত ১১ ফেব্রুয়ারি এবং কোভিড-১৯ মহামারি হিসেবে ঘোষণা দেয় ১১ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *