Friday, December 1, 2023
Home > আঞ্চলিক সংবাদ > ব্রাহ্মণবাড়িয়ায় আরও পাঁচজনের করোনা জয়

ব্রাহ্মণবাড়িয়ায় আরও পাঁচজনের করোনা জয়

ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আরও পাঁচজন বাড়ি ফিরেছেন। আজ শনিবার বিকেলে ছাড়পত্র দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়ি পাঠানো হয়।
সুস্থ হওয়া ওই পাঁচজনের মধ্যে নবীনগরের তিনজন এবং নাসিরনগর ও সরাইল উপজেলার একজন করে রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্রমতে, শনিবার দ্বিতীয় দফায় ওই পাঁচজনের নমুনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসে। এরপর তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাজয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩৫ জন। এখন পর্যন্ত এ জেলায় করোনায় আক্রান্ত ৬০ জন। তাঁদের মধ্যে দুজন আগেই মারা গেছেন। বর্তমানে এ জেলায় আইসোলেশনে আছেন ১৮ জন। ঢাকায় চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। শুক্রবার পর্যন্ত ২ হাজার ৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ফলাফল এসেছে ১ হাজার ৫৯৪ জনের। বর্তমানে ৭৫১ জন বাসায় ও ৭৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।
জানতে চাইলে সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় আগে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩৫ জন। আজ বাড়ি গেলেন আরও পাঁচজন। তাঁদের বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *