Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > সংবাদ ৫২ ডটকমের প্রধান উপদেষ্টা হলেন গরীবের ডাক্তার জুয়েল আহমদ

সংবাদ ৫২ ডটকমের প্রধান উপদেষ্টা হলেন গরীবের ডাক্তার জুয়েল আহমদ

 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : “সংবাদ সারাক্ষণ সত্যের পথে ” শ্লোগান নিয়ে মৌলভীবাজার থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ ৫২ ডটকমের প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন মৌলভীবাজার জেলার কৃতি সন্তান গরীবের ডাক্তার খ্যাত ডাঃ জুয়েল আহমদ ।

মানবতাই যার প্রধান উদ্দেশ্য সেই গরীবের ডাক্তার জুয়েল আহমদকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছে সংবাদ৫২ ডটকম পরিবার।

বিষয়টি নিশ্চিত করে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি ও সংবাদ৫২ ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, মানবতাই যার প্রধান উদ্দেশ্য গরীবের ডাক্তার জুয়েল আহমদ সংবাদ৫২ নিউজ পোর্টালের প্রধান উপদেষ্টা হওয়ায় উনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরো বলেন, সংবাদ৫২ ডটকমের মান উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে। খুব শীঘ্রই নতুন আঙ্গিকে অন্যায়ের সাথে আপোষ না করে “সংবাদ সারাক্ষণ সত্যের পথে ” শ্লোগান নিয়ে এগিয়ে যাবে জনপ্রিয় সংবাদ৫২ ডটকম। এজন্য তিনি সকলের নিকট দোয়া সহযোগীতার আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *