এপিপি বাংলা : সিলেট বিভাগে বাড়ছে করোনা থাবা। দিন দিন রোগি সংখ্যা বাড়ছে। সোমবার নতুন করে আরো ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটের ল্যাব রিপোর্টে ৩ জন ও ঢাকায় পাঠানো নমুনা থেকে হবিগঞ্জে ৬ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
এদিকে- সিলেটে সোমবার রাত পর্যন্ত রোগি আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৮৯ জন হয়েছে। এক ১০ দিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- সিলেটের ল্যাব সোমবার দিনে ও রাতে মোট ১৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩জনের রিপোর্ট পজেটিভ আসে।
তিনি জানান- এই তিনজন হচ্ছে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা। এদিকে- হবিগঞ্জের রিপোর্ট সোমবার ঢাকায় পাঠানো হয়েছিলো। সেখান থেকে ৬ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত ২৮৯ জন।
সিলেটে বাড়ছে করোনার থাবা, আরো ৯ জন আক্রান্ত
