Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে শাহ্ আলমের পরিবার

সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে শাহ্ আলমের পরিবার

মোঃ শামসুদ্দিন জুয়েল :  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্বের জেলা আওয়ামী লীগের শাহ্ আলম সরকার (Diagnosis of Gliobnastoma Multiforme NOS (WHO Grade iv) রোগে আক্রান্ত হয়ে ঢাকার উত্তরার আহসানুল্লাহ মিশন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন।

তার আরোগ্য কামনায় দলমত নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দদের নিকট বিশেষভাবে দোয়া চেয়েছেন তিনি ।

অন্যদিকে অসুস্থ্য আওয়ামী লীগ নেতা শাহ্ আলম সরকারের পরিবার-পরিজন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ তার রাজনীতিক সকল সহকর্মী তার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে সকলের নিকট দোয়া প্রার্থণা করেন ।

উল্লেখ্য, শাহ্ আলম সরকার (Diagnosis of Gliobnastoma Multiforme NOS (WHO Grade iv) রোগে আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে ভারতের ব্যাংঙ্গালুর একটি হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হয়ে নিজ দেশে ফিরেন তিনি। দেশে ফিরে নিজ বাড়িতে কয়েকদিন চিকিৎসাধীন থাকাকালে তার শারিরীক অবস্থার অবনতি হলে ঢাকার উত্তরার এই প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা শাহ্ আলম সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *