মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দশ্রী এলাকার বাসিন্দা মোঃ মকুদ্দুছ মিয়া (৬০) কে আজ সকাল বলে বিশ্বরোড এলাকায় পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন উনার ছেলে পাবেল আহমদ।
উল্লেখ্য ৪ মে বিকেল থেকে খুজে পাওয়া যাচ্ছিল না।
তারপর থেকে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে পাওয়া না গেলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধ্যানে প্রচার করা হলে আজ ১৬ মে সকাল বেলা উনার সন্ধ্যান পাওয়া যায়।
সেখান থেকে পাবেল আহমদ উনার পিতা মকুদ্দুছ মিয়া(৬০) কে নিয়ে আসেন। মকুদ্দুছ মিয়া পথ হারিয়ে চলে যান বলে জানিয়েছেন। তিনি এখন শারীরিক ভাবে একটু অসুস্থ রয়েছেন। সকলে উনার জন্য দোয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে শেয়ার করে নিখোঁজ ব্যক্তিকে খুজে বের করতে সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন মকুদ্দুছ মিয়ার ছেলে পাবেল আহমদ।