মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার থেকে : মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দশ্রী এলাকার বাসিন্দা পাবেল আহমদের পিতা মোঃ মকুদ্দুছ মিয়া (৬০) কে গতকাল ৪ মে বিকেল থেকে খুজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ হওয়া মকুদ্দুছ মিয়া (৬০) এর ছেলে পাবেল আহমদ জানান, গতকাল (১৪ মে) বিকাল ৪ ঘটিকা তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
আজ ১৬ মে রাতে নিখোঁজ হওয়া ব্যক্তির ছেলে পাবেল আহমদ মুঠোফোনে জানান গতকাল থেকে আত্মীয় স্বজন ও বিভিন্ন জায়গায় খোজ নিয়েও কোথায় সন্ধান পাওয়া যায়নি ।
পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি পাবেল আহমদের পিতা মোঃ মকুদ্দুছ মিয়া (৬০) এর সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন।
কোথাও নিখোঁজ হওয়া মকুদ্দুছ মিয়াকে পাওয়া গেলে উনার ছেলেদের নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হলো।
নিম্নে উনার ছেলে দেয়া হলো মোবাইল নাম্বার: 01718-013385, 01715-193536। এছাড়া সাংবাদিক মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা জন্য বিনীত অনুরোধ করা হলো।
মোবাইল 01759095025।
নিখোঁজ পিতাকে ফিরে পেতে সংবাদটি সর্বোচ্ছ শেয়ার করার অনুরোধ করা হচ্ছে ।