Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > ওএমএস কেলেঙ্কারি : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর কাউন্সিলর বরখাস্ত

ওএমএস কেলেঙ্কারি : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর কাউন্সিলর বরখাস্ত

মোঃ শামসুদ্দিন জুয়েল : ভিক্ষুক ও ভবঘুরেসহ হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ বিশেষ ওএমএস কার্ডের তালিকায় অনিয়মের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মকবুল হোসেনকে সাময়কিভাবে বরখাস্ত করা করা হয়েছে।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, কাউন্সির মকবুল হোসেনের বিরুদ্ধে অনিয়ম করে একটি সচ্ছল পরিবারের সকল সদস্য ও আত্মীয়-স্বজনসহ ১৫ জনের নাম ওএমএসের ভোক্তা তালিকায় অন্তর্ভুক্তকরণের অভিযোগ প্রমাণিত হয়েছে।
ব্রাহ্মণবড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বরখাস্তের বিষয়ে ই-মেইলে স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের অনুলিপি পেয়েছেন বলে জানিয়েছেন। যা-কাউন্সিলর মাকবুল হোসেনের কাছে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলি এলাকার ওএমএস ডিলার এবং জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য সচিব, জেলা চেম্বার পরিচালক, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি, জেলার বিভিন্ন সরকারি বেসরকারি কমিটির সদস্য মো: শাহ আলমের স্ত্রী-সন্তান, শ্যালক, ভাই, ভাতিজাসহ ১৩ স্বজনের নাম ওএমএস কার্ডের তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে কাউন্সিলর মকবুল হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে।
বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে জেলা ওএমএস কমিটি শাহ আলমের ডিলারশিপ বাতিল করেন। পাশাপাশি ওএমএস কার্ডের তালিকা থেকে শাহ আলমের পরিবার ও আত্মীয়-স্বজনদের নাম বাতিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *