Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > মৌলভীবাজার জেলায় সাংবাদিকসহ নতুন ২২ জন করোনায় আক্রান্ত – মোট আক্রান্ত ৮৩

মৌলভীবাজার জেলায় সাংবাদিকসহ নতুন ২২ জন করোনায় আক্রান্ত – মোট আক্রান্ত ৮৩

 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী: মৌলভীবাজার জেলায় সাংবাদিকসহ একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত ২২ জন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৩ জন।

বৃহস্পতিবার (২১ মে) নতুন করে সাংবাদিক, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একইদিনে পুরাতন ৫ জন রোগীর দ্বিতীয়বার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

বৃহস্পতিবার ঢাকার পিসিআর ল্যাব থেকে নতুন ২২ জন ও পুরাতন ৫ জনসহ সর্বমোট ২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ জানান, কমলগঞ্জে একজন সাংবাদিকসহ ১০ জন, রাজনগরে ২ জন, মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জনের করোনা শনাক্ত আক্রান্ত হয়েছেন ।

এছাড়াও বড়লেখায় ৩ জন চিকিৎসক, জুড়ীতে ৩ জন নার্স এবং মৌলভীবাজার সদরের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ জন বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *