Wednesday, December 6, 2023
Home > বিনোদন > ফারুকীর সিনেমার সংগীত পরিচালক ও প্রযোজক এ আর রাহমান

ফারুকীর সিনেমার সংগীত পরিচালক ও প্রযোজক এ আর রাহমান

এপিপি বাংলা : মোস্তফা সরয়ার ফারুকী তার ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির শুটিং শেষ করেছেন আগেই। এবার নতুন খবর জানালেন তিনি। তার এ ছবিতে যুক্ত হলেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। ছবিতে সংগীতের কাজের পাশাপাশি তিনি প্রযোজক হিসেবেও থাকছেন। পশ্চিমা সংবাদমাধ্যমের ভ্যারাইটির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন এ আর রাহমান নিজে। ছবিটি নিয়ে তিনি বলেন, সময় সর্বদা নতুন পৃথিবী আর আইডিয়ার জন্ম দেয়। নতুন পৃথিবীতে নতুন চ্যালেঞ্জ আর নতুন গল্পও উঠে আসে। এটি তেমনই একটি গল্প।‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলিয়ান এক নারীর গল্প বলা হয়েছে। সেকারণে সিনেমাটি নির্মিত হয়েছে ইংরেজি ভাষায়। আলোচিত এই সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। এছাড়াও অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খানও। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনিতে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এ আর রাহমান ছাড়াও ছবিটি প্রযোজনায় যুক্ত রয়েছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, নওয়াজুদ্দিন সিদ্দিকি, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *