Wednesday, December 6, 2023
Home > আঞ্চলিক সংবাদ > করোনা রোগির পরিবহনে নিজের গাড়ী ও এ্যাম্বুলেন্স দেবার ঘোষনা এম অলি আহাম্মদের

করোনা রোগির পরিবহনে নিজের গাড়ী ও এ্যাম্বুলেন্স দেবার ঘোষনা এম অলি আহাম্মদের

এপিপি বাংলা : করোনা রোগিদের চিকিৎসায় ফের মানবিক ঘোষণা দিলেন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এম অলি আহমেদ।

সমগ্র বিশ্ব আজ যখন ভয়াবহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কিত । এই সংকটময় মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনের সাংসাদ র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এমপির দিক নির্দেশনায় পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম অলি আহাম্মদ তার নিজের ব্যবহারিত একটি গাড়ি এবং একটি এ্যাম্বুলেন্স পাহাড়পুর ইউনিয়ন বাসির জন্য নির্ধারণ করেন। পাহাড়পুর ইউনিয়নের যে কোনো করোনা আক্রান্ত রোগী এই সেবা পাবেন বলে তিনি জানান।

সেজামুড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করার সময় মুসল্লীদের সাথে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা মূলক আলোচনা কালে এই ঘোষনা দেন তিনি। তিনি এসময় করোনা উপসর্গ দেখা দিলে কেউ গোপন না করে চিকিৎসা গ্রহণের অনুরোধ করেন। কেউ আক্রান্ত হলে সামাজিক ভাবে যেন তাকে হেয় প্রতিপন্ন না হতে হয় এই ব্যাপারে সামাজিক সচেতনা তৈরির জন্য জনসাধারণকে তাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি।অযথা বাইরে ঘোরাঘুরি অথবা আড্ডা না দিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এবং সামাজিক দূরত্ব বজায় রাখা ও জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ করেন। যদি জরুরি প্রয়োজনে বের হতে হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধান করার এর আহব্বান জানান।করোনা আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা যে কোন প্রয়োজনে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

এছারাও তিনি এই সংকটের শুরুর থেকেই পাহাড়পুর ইউনিয়নে প্রায় দের হাজার পরিবারকে ত্রাণ বিতরণ ও অনেক পরিবারকে নগদ সহায়তা করে সবার পাশে দাঁড়ান।  নিজের ব্যবসা ও অফিস রেখে নিজ জন্মভূমি পাহাড়পুর ইউনিয়নে থেকে প্রতিমুহূর্তে ইউনিয়নবাসী খুঁজখবর নিচ্ছেন ও সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন।

এমন কি তার ঢাকার একাদিক বাড়ি ও ফ্লাটের বাসা মওকুফ করে এবং ভাড়াটিয়াদের বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়েছেন। 

পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এম অলি আহমেদ বলেন,আমার প্রিয় নেতা ও অভিভাবক, বিজয়নগরের মাটি ও মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনের সাংসাদ র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এমপির দিক নির্দেশনায় আমার জন্মভূমি পাহাড়পুর ইউনিয়নবাসী জন্য আমার সামর্থ্যানুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আমি আশা করব আমাকে ইউনিয়নবাসী সহযোগিতা করবে যাতে আমার উদ্যোগে যা করছি তা যেন সঠিক ভাবে করে যেতে পারি।আমি আরো প্রত্যাশা করি সামর্থ্যবানরা সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসবে এই বিপদের সময় প্রতিবেশীদের ক্যালাণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *