এপিপি বাংলা : করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
ঢাকায় কামরানের সঙ্গে থাকা তার ছেলে ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন। কামরানের মরদেহ সিলেটে নেয়া হবে বলেও জানান তিনি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জানান, আরমান আহমদ শিপলুর সাথে তার কথা হয়েছে। হাসপাতালের নিয়মকানুন সম্পন্ন করে তারা মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সকাল ৯টার দিকে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ একটি বৈঠকে বসবেন। সেখানে তার পরিবারের সাথে আলোচনা করে জানাজা ও দাফন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।