মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পুরানগাও গ্রামে রোববার রাত ১২ টায় কনরী বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে।
অপরদিকে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাও গ্রামে গতকাল রাত সাড়ে ৯টায় মোঃ মাসুক মিয়া নামের ১ যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
মারা যাওয়া উভয়েই গত কয়েকদিন থেকে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগ মৃত্যুরপর শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে।
স্বাস্থ্যবিধি মে জানাযা সহ দাফন কাফন সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন ।