বিশেষ প্রতিনিধি : সাহসী নারী সাংবাদিক খাদিজা আক্তার ভাবনার মা এর ইন্তেকালে শোক প্রকাশ করেছে জাতিয় নিউজ এজেন্সি এসোসিয়েট প্রাইম প্রেস (এপিপি বাংলা) পরিবার ও আঞ্চলিক জনপ্রিয় নিউজ পোর্টাল বিজয়নগর টোয়েন্টিফোর ডট কমের পরিবার।
নিউজ এজেন্সি এসোসিয়েট প্রাইম প্রেস (এপিপি বাংলা) ও আঞ্চলিক জনপ্রিয় নিউজ পোর্টাল বিজয়নগর টোয়েন্টিফোর ডট কমের নারায়ণগঞ্জ অঞ্চলের উদিয়মান নারী সাংবাদিক খাদিজা আক্তার ভাবনা কর্মমর আছে।তার মা রোবাবার (১৪ জুন) সন্ধ্যার ৬.০৫ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।
মরহুমা খাদিজার মা কে বাবুরাইল কবরস্থানেই তাকে দাফন করা হয়। সময়ের সাহসী নারী সাংবাদিক খাদিজা আক্তার ভাবনার মা দীর্ঘ দিন অসুস্থ থেকে দীর্ঘ দিন চিকিৎসা গ্রহনের পরে গত রোবাবার (১৪ জুন) সন্ধ্যার ৬.০৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন।