Tuesday, May 30, 2023
Home > আঞ্চলিক সংবাদ > টেকনাফে গুলিতে চার ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ নিহত

টেকনাফে গুলিতে চার ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ নিহত

এপিপি বাংলা : কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল থেকে বিকেল ৩টার মধ্যে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমাপাড়া ও উখিয়ার মনতলি পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন বশির আহমদ, হামিদ হোসেন, মোহাম্মদ রফিক ও রইঙ্গা। এই চারজনই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য। পুলিশ বলেছে, এই চারজনই রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর সদস্য। এর মধ্যে বশির ও হামিদ বাহিনী প্রধান আব্দুল হাকিম ওরফে হাকিম ডাকাতের ভাই। অপর দুজন তাঁর সহযোগী।
‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *