এপিপি বাংলা : বন্ধু সংগঠন আমরা ৯৩ এর “২য় প্রতিষ্ঠা বার্ষিকী”র অনুষ্ঠানটি পুর্বাচল ক্লাবে অনুষ্ঠিত হয়। ভিন্ন আঙ্গিকে উদযাপিত অনুষ্ঠানটি ১১ই ডিসেম্বর ২০২০ রোজ শুক্রবার বিকেল ৪টায় শুরু হয়ে অনেক রাত পর্যন্ত চলে। এর আগে ঢাকাসহ সারা বাংলাদেশ ও প্রবাসে একযোগে ৮ই ডিসেম্বার ২০২০ রোজ মঙ্গলবার যথারীতি পূর্বনির্ধারিত সময়ে অনুযায়ী অনুষ্ঠিত হয়।

গত ১১ই ডিসেম্বর সন্ধায় পুর্বাচল ক্লাবে বন্ধুদের প্রানের সংগঠন আমরা ৯৩ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। ঢাকার পূর্বাচল ক্লাবে আমরা ৯৩ প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দকে আরো বেশি আনন্দময় করার জন্য আমাদের সাথে ছিল, ফিডব্যাক, আর্ক_হাসান, গামছা পলা্শ, বাউল শিল্পী রাসেল,মিলন ও আমরা ৯৩ এর এক ঝাঁক স্টার শিল্পী বন্ধু ।









আরো সাথে ছিল আমাদের আমরা ৯৩ এর এক ঝাঁক স্টার শিল্পী বন্ধুদের পরিবেশনা। মুল প্রোগরামটির উপস্থাপনা করেছেন দেশের জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা।