শীতকালীন ছুটিতে থাকা আর্জেন্টাইন কিংবদন্তি লা সেক্সাকে বলেছেন, ‘সামনে যা কিছু আছে, তা জেতার জন্য আমরা লড়াই করে যাবো। ক্লাব খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্লাবের চারপাশে যা কিছু ঘিরে আছে তা থেকে বেরিয়ে আসা কঠিন। ক্লাব সত্যিই খুব বাজে অবস্থায় আছে। সেখান থেকে আমাদের আগের সেই সময়ে ফিরে যাওয়া খুবই কঠিন।’
ক্লাবকে এই খারাপ পরিস্থিতিতে ফেলে গেছেন সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ। মেসির সঙ্গে কয়েক দফা ঝামেলাও হয়েছে তার। মেসিকে ক্লাব ছাড়তে দেননি তিনি। কিংবা মেসির ক্লাব ছাড়তে চাওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছেন পদত্যাগ করা বার্তামেউ।
লুইস সুয়ারেজকে যেভাবে ক্লাব ছাড়তে হয়েছে। যে ক্লাবে গেছেন সেটাও ভালো লাগেনি মেসির। এমনকি আর্জেন্টাইন তারকার ইচ্ছা ছিল সুয়ারেজের আগে ক্লাব ছাড়ার। বিষয়টি সুয়ারেজের আগে ভেবেছেনও তিনি। মেসি বলেছেন, ‘সুয়ারেজের আগেই ক্লাব ছাড়ার কথা ভেবেছি। কিন্তু সুয়ারেজকে ফ্রিতে যেভাবে ক্লাব ছাড়তে হয়েছে সেটা পাগলামি। সে এমন একটা ক্লাবে গেছে (অ্যাথলেটিকো মাদ্রিদ) যারা কিনা আমরা যেটার জন্য লড়ছি সেটার দৃঢ় প্রতিদ্বন্দ্বী।’
জানুয়ারির দলবদল দুয়ারে। এমন সময় সবচেয়ে আলোচিত চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া মেসি শীতকালীন দলবদলের বাজারেই নতুন ক্লাবের সঙ্গে চুক্তি করে রাখবেন কিনা। বার্সার সঙ্গেই নতুন চুক্তি করবেন কিনা সেটাও আলোচনায়। তবে মেসি মৌসুম শেষের আগে ক্যারিয়ারের ভবিষ্যত ঠিক করতে চান না, ‘মৌসুম শেষ হওয়ার আগে কোনকিছুই আমার মাথা পরিষ্কার করে ঠিক করতে পারছে না। আমাকে মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি দলের হয়ে শিরোপা জেতায় পূর্ণ মনোযোগ দিচ্ছি।’