Tuesday, May 30, 2023
Home > বিনোদন > বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

এপিপি বাংলা : আবার বিয়ে করলেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন তিনি নিজেই। কনের নাম আফসানা চৌধুরী শিফা।

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাবিব ওয়াহিদ লিখেন, ‘প্রিয় অনুরাগীরা, আমি আমার ব্যক্তিগত জীবনে একটি খুব আকস্মিক খবর আপনাদের সাথে ভাগ করতে চাই। সম্প্রতি, আমি বিয়ে করেছি এবং আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সকলেই জানেন যে মহামারির কারণে পুরো বিশ্বে বর্তমানে খুব খারাপ সময়ে কাটছে, এই কারণেই বিষয়টি  সেভাবে কাউকে জানানো হয়নি। সবাই দোয়া করবেন।’

হাবিব ওয়াহিদ তৃতীয়বারের মতো সংসার শুরু করলেন। এর আগে  ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ে বিচ্ছেদ ঘটে অল্প সময়ের ব্যবধানে। ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

এবার আফসানা চৌধুরী শিফার সঙ্গে তার নতুন সংসার শুরু করলেন তিনি।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *