এপিপি বাংলা : ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে নেমে প্রথম ইনিংসে পর্যদুস্ত বাংলাদেশ। ১০৫ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- প্রথম ইনিংস: ৩৬ ওভারে ১০৫/৪ (মুশফিক ২৭*, মিথুন ৬*)
আউট: সৌম্য ০, শান্ত ৪, মুমিনুল ২১, তামিম ৪৪
ওয়েস্ট ইন্ডিজ- প্রথম ইনিংস: ১৪২.২ ওভারে ৪০৯ (কর্নওয়াল ৪*)
আউট: ক্যাম্পবেল ৩৬, মোসলে ৭, ব্র্যাথওয়েট ৪৭, মায়ার্স ৫, ব্ল্যাকউড ২৮, বোনার ৯০, ডা সিলভা ৯২, আলজারি ৮২, ওয়ারিকান ২, গ্যাব্রিয়েল ৮।
Like & Share