এপিপি বাংলা : পৌনে তিন শ যাত্রীর কেউ কোয়ারেন্টিনে থাকতে চান না। লেবানন থেকে পৌনে তিন শ যাত্রী এমন দাবিতে আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করেছেন।
আজ ভোর সাড়ে ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ২৭৫ জন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান জানান, তারা ফেরার পর থেকেই বিমান বন্দরের মধ্যে মিছিল, বিক্ষোভ করছেন। বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছেন। তিনি বলেন, শুধু তারাই না, তাদেরকে নিতে বিমানবন্দরে যেসব আত্মীয়-স্বজন এসেছে তারাও বিশৃঙ্খলা করছেন। তারা বিমানবন্দরে সামনে স্থাপিত গ্রিল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেঙে ফেলেছেন।
সূত্র জানায়, লেবাননে আর্থিক সংকট এবং করোনাভাইরাস পরিস্থিতির কারণে কয়েক লাখ মানুষ কর্মহীন অবস্থায় আটকা পড়েন। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ যেসব দেশের সঙ্গে বিমান যোগাযোগ নিষিদ্ধ করেছে।
সম্প্রতি সেই তালিকায় লেবাননও আছে। শর্ত ছিল ঢাকায় সবাইকে দুই সপ্তাহের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
কিন্তু ফেরত আসা এসব ব্যক্তিরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে রাজি নন।
বিমানবন্দর সূত্র জানায়, শেষ পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ সেনাবাহিনীর সহায়তা নিয়ে তাদের হজ ক্যাম্পে নিয়ে যায়।
কোয়ারেন্টিনে না থাকার দাবি, লেবাননফেরত যাত্রীদের বিক্ষোভ

Like & Share