এপিপি বাংলা : মুক্তিযোদ্ধা হিসেবে কিংবন্তী অভিনেত্রী কবরীকে দেওয়া হলো রাষ্ট্রীয় উদ্যোগে গার্ড অব অনার। শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বনানী কবরস্থান মসজিদ প্রাঙ্গনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বাদ জোহর কবরীর জানাজা শেষে বনানীর এই কবরস্থানেই মরদেহ দাফন করা হবে।
তবে করোনা পরিস্থিতির কারণে কবরীকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ শহীদ মিনার বা এফডিসি নেওয়া সম্ভব হয়নি জানিয়েছেন কবরীর ছেলে শাকের চিশতি।
ঢাকাই ছবির কিংবদন্তি এ অভিনেত্রী টানা ১২ দিন করোনার সঙ্গে লড়াই করে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান কবরী। তার বয়স হয়েছিল ৭১ বছর।
Like & Share