Tuesday, May 30, 2023
Home > জাতীয় সংবাদ > বাড়ছে চলমান লকডাউন; আজ কালের মধ্যেই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

বাড়ছে চলমান লকডাউন; আজ কালের মধ্যেই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

এপিপি বাংলা : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আর সরকারের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে। সরকারেরও চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা আছে। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।

করোনাসংক্রান্ত জাতীয় কমিটি শুরুতেই কঠোর লকডাউন বা শাটডাউন ১৪ দিন বহাল রাখার পরামর্শ দিয়েছিল। কমিটির পরামর্শে গত ১ জুলাই থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এরই মধ্যে কঠোর বিধিনিষেধের চার দিন কেটে গেছে।

 

এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যু কোনোটিই নিয়ন্ত্রণে আসেনি। বরং রোববার দেশে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। আক্রান্ত সংখ্যাও সাড়ে ৮ হাজারের বেশি। এ অবস্থায় চলমান বিধিনিষেধ বুধবার মধ্যরাতে শেষ হওয়ার কথা।

রোববার করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি  অধ্যাপক ডা: মোহাম্মদ সহিদুল্লাহ এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, ১৪ দিনের শাটডাউনের পরামর্শ দেয়া হয়েছিল। সাত দিনের লকডাউন চলছে। এটা আরো সাত দিন বাড়ানো প্রয়োজন। এটাই বিজ্ঞানসম্মত পন্থা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। দুই এক দিনের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *