এপিপি বাংলা : চলতি বছরের জুলাই মাসে ১৩ জুলাই পর্যন্ত মাত্র ১৩ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।আর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনের পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায়ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৮ জন রোগী। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১০ এবং বেসরকারি হাসপাতালে ৩৮ জন ভর্তি হন। এ নিয়ে চলতি জুলাই মাসের ১৩ দিনে ৪৭৩ জন রোগী ভর্তি হলেন। বর্তমানে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৩৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে একজনসহ মোট ২৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
অপরদিকে, গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্য়ন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৭১ জন। চলতি মাসের এখনো ১৮ দিন বাকি থাকতেই গত ছয় মাসে মোট ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যার চেয়ে চলতি মাসে অতিরিক্ত আরও ১০২ জন রোগী ভর্তি হয়েছেন।