এপিপি বাংলা : অলিম্পিক ইতিহাসে প্রথম আর্চার হিসেবে একটি গেমস থেকে তিনটি স্বর্ণপদক জিতলেন দক্ষিণ কোরিয়ার আন সান। মেয়েদের দলীয় এবং মিশ্র ইভেন্টে এর আগে স্বর্ণ জিতেন এই তিরন্দাজ। এবার জিতলেন ব্যক্তিগত ইভেন্টেও।
মিশ্র ইভেন্টে দক্ষিণ কোরিয়ার আন সান ও কিম জে-দেওক জুটির কাছে হারেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।
মেয়েদের আর্চারিতে ব্যক্তিগত ইভেন্টে রাশিয়ার এলেনা ওসিপোভাকে টাইব্রেকারে হারান আন সান। স্কোর সমান হওয়ার পর শুট-অফে একটি করে তীর ছোঁড়ার সুযোগ পান দুজন। নিজের তীরে আন সান ১০ স্কোর করলেও ওসিপোভা ৮ স্কোর করতে সমর্থন হন।
রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) পতাকাতলে এই অলিম্পিকে অংশ নেওয়া ওসিপোভা জিতেছেন রুপা। ইতালির লুসিয়া বোয়ারি জিতেছেন ব্রোঞ্জ।