Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নিখোঁজের একদিন পর পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

এপিপি বাংলা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের একদিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পুকুরিয়া গ্রামের একটি পুকুরে ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুলেখা বেগম শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের পেট্রলপাম্প এলাকার আতাউর রহমানের স্ত্রী ও কানসাট বালুচর গ্রামের কুড়ান আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে জুলেখা বেগম নিখোঁজ ছিলেন। এর পর বিষয়টি জানতে পেরে তার বাবা কুড়ান আলী বাদী হয়ে মেয়ের স্বামী ও তার পরিবারকে দায়ী করে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

পরে রোববার সকালে জুলেখা বেগমের মরদেহ তার স্বামীর বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *