যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতী রেদওয়ানুল বারী সিরাজী সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিন হারুন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা বাকী বিল্লাহ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় বলেন, আরজাবাদ মাদ্রাসার শিক্ষক ও হিসাববিভাগীয় প্রধান মাওলানা শামসুল হক সাহেবের ছেলে এবং শাহতলীর পীরসাহেব এর নাতি, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা বাকী বিল্লাহ হাসপাতালে ভর্তি হওয়ার পরে আইসিইউ অতঃপর লাইফ সাপোর্টে গিয়ে আজ সকালে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর সময় মা-বাবা স্ত্রী সহ এক কন্যা সন্তান রেখে গেছেন।
তারা আরো বলেন,তার পরিবারকে শান্তনা দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নেই। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। তোমার মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর দিকে ধাবিত হওয়ার তৌফিক দেন।
প্রেস বিজ্ঞপ্তি