এপিপি বাংলা : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সন্ধ্যায় খেয়াঘাট বাজারে হরষপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় যথাযথ মর্যাদায় জন্মদিন পালন করা হয়।
হরষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন সেলিমসহ আরো উপস্থিত ছিল আওয়ামী লীগ নেতা হাসান উল্লাহ খান সুকুমার পাল, যুবলীগ নেতা হিরন মিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের,নাজমুল খান, সুমন মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার তৌফিক কামনায় দোয়া করা হয়।